ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফ্লেচারের চোট গুরুতর নয়, ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
ফ্লেচারের চোট গুরুতর নয়, ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমে বলের আঘাতে চোট পান ক্যারিবিয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

পরে হাসপাতালে স্থানান্তর করা হয়।  

তবে খুলনা টাইগার্সের জন্য রয়েছে সুসংবাদ। ফ্লেচারের চোট গুরুতর নয় এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাফিস ইকবাল।

তিনি বলেন, ‘ফ্লেচারের এমআরই রিপোর্ট ভালো এসেছে। অর্থোপেডিক ও নিউরো চিকিৎসকরা বলেছেন আর কোনো শঙ্কা নেই। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে। আগামী ৪৮ ঘণ্টা তাকে বিশ্রামে থাকতে হবে। ’

শুক্রবার (২৮ জানুয়ারি) নিজেদের পরবর্তী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মোকাবেলা করবে খুলনা টাইগার্স। সে ম্যাচে আবার মাঠে নামবেন ক্যারিবিয় এই আগ্রাসী ব্যাটার।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।