ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী বিশ্বকাপে বাংলাদেশ দলে জাহানারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
নারী বিশ্বকাপে বাংলাদেশ দলে জাহানারা

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে স্কোয়াডে ফেরানো হয়েছে আলোচিত অলরাউন্ডার জাহানারা আলমকে।

কমনওয়েলথ গেমস বাছাইয়ের টাইগ্রেস দলে শৃঙ্খলাজনিত কারণে জাহানারাকে রাখা হয়নি। তাকে না রাখা নিয়ে হয়েছিল অনেক আলোচনা-সমালোচনাও। অবশেষে নিজের জায়গা ফিরে পেলেন তিনি। তবে জাহানারা ফিরলেও অভিজ্ঞ স্পিনার খাদিজা তুল কুবরা ফিরতে পারেননি। শৃঙ্খলাজনিত কারণে তিনিও ছিলেন না কমনওয়েলথ গেমস দলের বিবেচনায়।

নিউজিল্যান্ডে মার্চে শুরু হবে নারীদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি (শনিবার) ক্যাম্প শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  

এক নজরে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।