ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তাব পেলেও চট্টগ্রামের হয়ে আর নেতৃত্ব দেবেন না মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
প্রস্তাব পেলেও চট্টগ্রামের হয়ে আর নেতৃত্ব দেবেন না মিরাজ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে মেহেদি হাসান মিরাজের মনোমালিন্যে রোববার (৩০ জানুয়ারি) সারাদিন ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় গেল। শেষদিকে এসে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়ে দিলেন তিনি থাকছেন।

তবে অধিনায়কত্ব দেওয়া হলে আর করবেন না বলে জানান তরুণ এই অলরাউন্ডার।

গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের কর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এখন যদি আমাকে প্রস্তাব দেয়া হয়, সত্যি কথা বলতে আমি করব না। আমি এখন একজন খেলোয়াড় হিসেবে খেলব দলে। কিন্তু আমাকে যদি পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে আমি করব না। তবে ক্রিকেটার হিসেবে চেষ্টা করব নিজে ভালো পারফর্ম করার এবং দলও যাতে ভালো খেলে। ভালো হচ্ছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব এভাবেই ভালো করার জন্য। ’

সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে হুট করে অধিনায়কত্ব থেকে সরানো হয় মিরাজকে। এ কারণেই বেশি অভিমান হয়েছিল এই অলরাউন্ডারের। কষ্টও পেয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘আমাকে আগে জানালে হলে এই সমস্যা হত না। এটা তাদের দল, তারা যাকে ইচ্ছা তাকে অধিনায়ক করবে; এটা তাদের ব্যাপার। তবে আমি তো তাদের কাছে অধিনায়কত্ব চাইনি। এখন সরিয়ে দিয়েছে এটাও বিষয় না। শুধু আগে না বলাতে আমি কষ্ট পেয়েছি। যে কোনো ক্রিকেটারই এতে কষ্ট পাবে। ’

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।