ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে ক্রিকেটাররা সফর না করলে বিস্মিত হবো না: হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
পাকিস্তানে ক্রিকেটাররা সফর না করলে বিস্মিত হবো না: হ্যাজেলউড

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা বাড়ছে। এর আগে নাম উল্লেখ না করা বেশ কয়েকজন অজি ক্রিকেটার এই সফরে না যেতে তাদের মতামত দিয়েছিলেন।

এবার দেশটির শীর্ষ পেসার জস হ্যাজেলউড সরাসরি জানিয়ে দিয়েছেন, এই সফরে কোনো ক্রিকেটার না গেলে তিনি বিস্মিত হবেন না।

আগামী মার্চে পাকিস্তান সফরে তিনটি টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যেখানে এই সফরটি ১৯৯৮ সালের পর পাকিস্তানে অজিদের প্রথম সফর হবে।

এর আগে গত বছরের শেষ দিকে নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর স্থগিত করে। তবে পরবর্তীতে ইংলিশরা ২০২২ সালে ৭টি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট খেলতে রাজি হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে হ্যাজেলউড বলেন, ‘এই সফর নিয়ে খেলোয়াড়দের মাঝে একটা ভীতি কাজ করছে এবং এই সফরে যদি কেউ না যায়, তবে আমি বিস্মিত হবো না। ’

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।