ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল দেখতে শের-ই-বাংলায় সিডন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
বিপিএল দেখতে শের-ই-বাংলায় সিডন্স গ্যালারি থেকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাত নাড়াচ্ছেন জেমি সিডন্স/ছবি: শোয়েব মিথুন

দীর্ঘ ১১ বছর পর ফের বাংলাদেশে এসেছেন টাইগারদের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। তবে এবার তিনি দুই বছরের চুক্তিতে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।

 

দায়িত্ব বুঝে নিতে গতকাল বুধবার বাংলাদেশে পা রেখেছেন সিডন্স। আর এসেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরে আসা বিপিএলের অষ্টম আসরের ম্যাচ দেখতে হাজির হয়ে গেছেন শের-ই-বাংলায়।
  
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের আগে মিরপুর শের-ই-বাংলায় দেখা গেছে সিডন্সকে। এসময় হাত নেড়ে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। এই ম্যাচে অবশ্য জাতীয় দলের আরো এক সাবেক প্রধান কোচও আছেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমান কোচ স্টিভ রোডস। যাকে জাতীয় দল থেকে ছাঁটাই করা হয়েছিল।

এর আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দল নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে সিডন্স বলেছিলেন, 'আমি জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করব, পাশাপাশি তরুণ ব্যাটারদের নিয়েও কাজ করব। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত, প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করব। '

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।