ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে বৃষ্টির হানা, অনিশ্চয়তায় বরিশাল-সিলেট ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
বিপিএলে বৃষ্টির হানা, অনিশ্চয়তায় বরিশাল-সিলেট ম্যাচ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বৃষ্টি বাগড়া দেয়ায় ২ ওভার করে কম হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ। আজ শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) ম্যাচ শুরু হওয়ার আগেই বেলা ১১টা থেকে ঘন কালো মেঘে ঢেকে আছে মিরপুর শেরে বাংলা।

তাই খেলা হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মিরপুরে বেশ ভালোই বর্ষণ চলছে। মাঠের বেশিরভাগ অংশও ঢাকা পড়ে আছে কাভারে। সেইসঙ্গে আছে প্রবল বাতাস। কাভার সামলাতে মাঠকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।  

আজকের দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স এবং ফরচুন বরিশাল। ৮ পয়েন্ট নিয়ে বরিশাল আছে টেবিলৈর দুই নম্বরে। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে সবার নিচে সিলেট। দ্বিতীয় ম্যাচে তারকাবহুল মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই মুহূর্তে ঢাকার অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে আর কুমিল্লা আছে শীর্ষে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।