ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪ উইকেটে জয় পায় ভারতীয় যুবারা।
শনিবার অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা। তবে ব্যাটারদের ব্যর্থতায় ৪৪ ওভার ৫ বল খেলে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় দলটি।
কিন্তু ইংলিশ মিডল অর্ডারের ব্যাটার জেমস রিউ দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান জেমস সেলস। আর জর্জ টমাস করেন ২৭ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলে নেন রাজ বাওয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি উইকেট নেন রবি কুমার। এই দুইজনের বোলিং তোপেই কুপোকাত হয় ইংলিশরা।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভারতেরও ভালো হয়নি। ফর্মে থাকা ওপেনার অঙ্গরিশ এদিন ফিরে যান শূন্য রানে। অধিনায়ক ধূল এবং হারনূর সিং করেন ১৭ এবং ২১ রান। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন শাইক রশিদ, নিশান্ত সাধু এবং রাজ বাওয়া।
শাইক অর্ধ-শতরান করেন। বলের পর ব্যাট হাতেও ৪৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন রাজ। কিন্তু ভারতকে জয়ের লক্ষ্য পৌঁছে দেওয়ার নায়ক নিশান্ত সিন্ধু। অপরাজিত ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৭ ওভার ৪ বলে ১৯৫ রান তোলে ভারতীয় যুবারা।
ম্যাচ সেরা হন রাজ বাওয়া।
বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এমএমএস