ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের চট্টগ্রামের নেতৃত্বে পরিবর্তন, ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ফের চট্টগ্রামের নেতৃত্বে পরিবর্তন, ফিল্ডিংয়ে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। যেখানে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এ ম্যাচে চট্টগ্রামের নেতৃত্বে ফের পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজ ও নাঈম ইসলামের পর অধিনায়ক হলেন আফিফ হোসেন।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় গড়াবে।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মর্তজা, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, কায়েস আহমেদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।