ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্ষুধার্ত ছিলেন শামিম, মেটালেন রানের তৃষ্ণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ক্ষুধার্ত ছিলেন শামিম, মেটালেন রানের তৃষ্ণা

বাংলাদেশ দলের হয়ে পারফরম্যান্সের ভরাডুবির পর বিপিএলেও ভালো ইনিংসের দেখা পাচ্ছিলেন না শামিম হোসাইন। তবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দীর্ঘদিন পর ভালো একটি ইনিংস খেলে অর্ধশতক পূর্ণ করেছেন তিনি।

দীর্ঘদিন পর রান ক্ষুদা মেটাতে পেরে খুশি টপ-অর্ডারের এই ব্যাটার।  

মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংসে চট্টগ্রামকে লড়াকু সংগ্রহ এনে দেন শামিম। যে কারণে হারতে হারতেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামিম বলেন, ‘আমি নিজেই অনেক ক্ষুধার্ত। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভালোভাবে করতে পেরেছি, শুকরিয়া। নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করিনি। স্বাভাবিক অনুশীলন করেছি। ’

ভালো ইনিংস খেললেও উইকেট নিয়ে অভিযোগ শামিমের, ‘আজকের উইকেট একটু কঠিন ছিল। আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম ওরকম হয়নি। হালকা টার্ন ও বাউন্স ছিল। মাঝেমধ্যে আবার বল ডাউনও হয়ে যাচ্ছিল। ’

ঢাকার বিপক্ষে জয় হাতছাড়া হলেই বিপিএল থেকে চিটকে যেত চট্টগ্রাম। আগামী ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। ম্যাচটিকে সামনের রেখে দৃঢ়প্রত্যয়ী শামিম বলেন, ‘আরেকটা ম্যাচ আছে। আমরা এখনও বাদ পড়ে যাইনি। ঐ ম্যাচ জিতলে আমাদের সুযোগ আছে। সহজ কি না তা মাঠে গেলে দেখা যাবে, আগে তো বলা যাবে না। স্বাভাবিক পরিকল্পনা থাকবে এবং আমরা ইতিবাচক থাকব। জিততে পারলে তো আলহামদুলিল্লাহ। সবাই জেতার জন্যই খেলে। ’

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।