ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চড়া দামে কলকাতায় শ্রেয়াস, দিল্লিতে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
চড়া দামে কলকাতায় শ্রেয়াস, দিল্লিতে ওয়ার্নার

শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলবে রোববারও।

এবার চূড়ান্ত নিলামে উঠেছে ৬০০ জন ক্রিকেটারের নাম।  

শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হয় এবারের নিলাম। ৮ কোটি ২৫ লাখ রুপিতে ধাওয়ানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে কিনেছে রাজস্থান রয়্যালস। ৬ কোটি ২৫ লাখ রুপিতে মোহাম্মদ শামিকে কিনেছে গুজরাট টাইন্টান্স।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইয়ার গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে ৭ কোটি ২৫ লাখ রুপি।  

প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কককে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। তার স্বদেশী পেসার কাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে যাচ্ছেন পাঞ্জাব কিংসে। তাদের আরেক স্বদেশী ফাফ ডু প্লেসিকে ৭ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে ৮ কোটিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। বাংলাদেশের পাঁচ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৪৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির তালিকায়। সেখানে বাংলাদেশের দুজন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।