ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নিলামে সাকিবকে কেউই কিনল না

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
আইপিএল নিলামে সাকিবকে কেউই কিনল না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে অবিক্রিত সাকিব আল হাসান। ২ কোটি রুপির ভিত্তি মূল্যের এই বিশ্ব সেরা অলরাউন্ডারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

প্রথম ডাকে সাকিবকে কেউ না কিনলেও পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে।

সাকিব ছাড়া এখন পর্যন্ত আরও তিন তারকা অবিক্রিত রয়ে যান। এদের মধ্যে ২ কোটি ভিত্তি মূল্যের ভারতীয় সুরেশ রায়না ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এছাড়া ১ কোটি ভিত্তি মূল্যের দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকেও কেউ কেনেনি।

এদিকে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব সুযোগ না পেলেও ১০ কোটি ৭৫ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছেন হার্শাল প্যাটেলকে। পাশাপাশি ডোয়েন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংস ও জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনে নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।