ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বাঁচা-মরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে খুলনা ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর খুলনা টাইগার্স। কুমিল্লা ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে।

অন্যদিকে প্লে অফ খেলতে হলে খুলনা টাইগার্সকে আজ জিততেই হবে। পাশাপাশি এই ম্যাচের দিকে তাকিয়ে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের পর ঢাকার প্লে অফ শঙ্কা বেড়ে গেছে। এই মুহূর্তে তারা মুশফিকুর রহিমের খুলনার হার প্রত্যাশা করছে। এই ম্যাচে কুমিল্লা জিতে গেলেই ঢাকার প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। ভাগ্য নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।