ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের কোভিডে আক্রান্ত সিডন্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
ফের কোভিডে আক্রান্ত সিডন্স

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে এসে গত ১২ ফেব্রুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জেমি সিডন্স। এবার ফের কোভিড পজিটিভ হলেন এই অস্ট্রেলিয়ান।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিডন্সকে ছাড়াই ইতোমধ্যে চট্টগ্রাম চলে গেছে জাতীয় দল।

এর আগে সিডন্স বাংলাদেশে এসে নিয়মিত বিপিএলের ম্যাচ দেখতে মাঠে গেছেন। সিলেট পর্বেও তিনি মাঠে উপস্থিত ছিলেন। তবে করোনা আক্রান্ত হলে চলে যান আইসোলেশনে। বিসিবির নিয়মানুযায়ী, দ্বিতীয় পরীক্ষায় পজেটিভ হলেও শারীরিক অসুস্থতা না থাকলে ১০ দিন আইসোলেশন করে সিডন্স দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

ফলে আগামী ২২ ফেব্রুয়ারি সকালের ফ্লাইটে চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সিডন্স। ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।  

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন সিডন্স। এবার এসেছেন বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।