ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কাল কি তবে নতুন তামিমকে দেখবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
কাল কি তবে নতুন তামিমকে দেখবে বাংলাদেশ অনুশীলনে তামিম। ছবি: উজ্জ্বল ধর।

চট্টগ্রাম: প্রথম ম্যাচে দল জিতলেও হাসেনি তামিম-মুশিদের ব্যাট। আজ তাই কি ঐচ্ছিক অনুশীলেনও এত সিরিয়াস দুই তারকা ব্যাটার।

ফাল্গুনের ত্বক পোড়া রোদও দুজনকে সরাতে পারেনি নেট থেকে।

যদিও এদিন অনুশীলনে এসেছিলেন পাঁচ ক্রিকেটার। বাকিরা বিশ্রামে ছিলেন হোটেলে।

অনুশীলনে তামিম ইকবালকে ব্যাটিং নিয়ে বাড়তি মনোযোগী হতে দেখা যায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এলবি হয়ে ফেরার কষ্ট হয়তো এখনও পোড়াচ্ছে বাংলাদেশ অধিনায়কে। এদিন ফুটওয়ার্ক নিয়ে বেশি কাজ করেছেন তিনি। দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়া জেমি সিডন্সও দীর্ঘক্ষণ ধরে পড়ে ছিলেন তারই পুরোনো শিষ্যকে নিয়ে।

তামিমের দীর্ঘক্ষণ নেট অনুশীলনে বিভিন্ন পরামর্শ দিয়েছেন সিডন্স। যতক্ষণ নেটে অনুশীলন করছিলেন তামিম পুরো সময়টি পাশে থেকেই দেখছিলেন৷ মাঝে মধ্যে  ভুলত্রুটিও ধরিয়ে দিয়েছেন সিডন্স।

বুধবার আফগানদের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশের এ ওপেনার সাত মাস আগে খেলেছেন এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেতে নেমে সে ম্যাচে তামিম করেছিলেন ১১২ রান।

অনুশীলন তো ভালোই হলো। সিরিজের দ্বিতীয় ম্যাচে তবে কি নতুন তামিমকে দেখবে বাংলাদেশ। উত্তরটা তোলা রইল আগামীকালের জন্য।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগান।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমআর/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।