ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে 'সময় না দেওয়ার' কারণ জানালেন ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
মাশরাফিকে 'সময় না দেওয়ার' কারণ জানালেন ডমিঙ্গো সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাসেল ডমিঙ্গো/ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাকরি নিয়েই টানাটানি শুরু হয়েছিল। শুধু কি তাই, এই দক্ষিণ আফ্রিকানকে নিয়ে টানা আলোচনা-সমালোচনা হয়েছে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ছেড়ে কথা বলেননি।

তবে দলে অতীত হয়ে যাওয়া সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নিয়ে কথা বলতে চান না ডমিঙ্গো। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- ম্যাশ কফি খেতে চেয়েছিলেন, সময় দেননি কেন?

এমন প্রশ্নে ডমিঙ্গো বলেন, 'এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কি বলে, কি করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ আমার দল, পরিবার এবং কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই। '

টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। এই অবস্থায় দলে নিজের ভূমিকা স্পষ্ট করে ডমিঙ্গো বলেন, 'জেমি (সিডন্স) ব্যাটিং কোচ। সেটাই তার কাজ। টিম ডিরেক্টর (সুজন) আমার ও বোর্ড মেম্বারদের মধ্যে সম্পর্ক ধরে রাখেন। দল নির্বাচন ও এসব নিয়ে কথা হয়। আমি তো আর বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলব না লাইনআপ বা টসের সিদ্ধান্ত নিয়ে। তাই চাচাকে পেয়ে ভালো হলো। তিনি আমাকে চাপমুক্ত করেছেন। '

বিসিবির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কতটা আত্মবিশ্বাসী জানতে চাইলে ডমিঙ্গোর সোজা সাপ্টা জবাব, 'এটা বিসিবির ব্যাপার। যদি আত্মবিশ্বাসী হতে হয় তাহলে তো আন্তর্জাতিক দলকে কোচিং করাতে পারব না। ' 

প্রায়ই দলের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েন ডমিঙ্গো। তবে এসব নিয়ে ভাবেন না বলেই জানালেন তিনি, 'গণমাধ্যম ও মানুষ যা বলে, আমি তাতে মেজাজ হারাতে পারি। কিন্তু এটা করা জরুরি নয়। আপনাদের কাজ এটা, আপনারা আমাকে বা খেলোয়াড়দের নিয়ে যা খুশি লিখতে পারেন। আমি সেটা খেলোয়াড়দের থেকে দূরে রাখি। আপনাদের যা খুশি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি মেজাজ হারাব না। কিন্তু সত্যি বলতে, আপনারা যা লেখেন তা বেশিরভাগ সময় আমি বুঝতেই পারি না।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।