ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এক জয়ে দুই কীর্তি টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এক জয়ে দুই কীর্তি টাইগারদের ছবি: উজ্জ্বল ধর

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছিল টাইগাররা।

ফলে স্বাগতিকরা তিন ম্যাচ সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নিল। এই জয়ে দুটি দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ।

আফগানদের টানা দুই ম্যাচে হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ২০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। আর তাতেই ইংলিশদের ছাড়িয়ে সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে তামিমবাহিনী। এর আগে টেবিলের শীর্ষ ছিল ইংল্যান্ড।  

এই ম্যাচের আগে দুই দলই ৯টি করে ম্যাচ জিতেছিল। কিন্তু একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ইংলিশরা ৫ পয়েন্ট বেশি পেয়েছিল। ১৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ছিল ৯৫ পয়েন্ট। আর ১৩ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯০ পয়েন্ট। কিন্তু আজকের ম্যাচ জেতায় বাংলাদেশ ছুঁয়ে ফেলল ১০০ পয়েন্টের ম্যাজিক ফিগার, যে কীর্তিতে তারাই প্রথম।

আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে ওয়ানডে সুপার লিগের অবস্থান বড় ভূমিকা রাখবে। তাই বাংলাদেশের এই অর্জন খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে বাকিরা বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। তিনে থাকা ভারত ১২ ম্যাচে অর্জন করেছে ৭৯ পয়েন্ট। চারে থাকা আয়ারল্যান্ডের সংগ্রহ ৬৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।