ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক সফরে পাকিস্তান পৌঁছাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ঐতিহাসিক সফরে পাকিস্তান পৌঁছাল অস্ট্রেলিয়া

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবার দীর্ঘ ২৪ বছর পর ফের দেশটিতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

 

রোববার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছেছে অজি দল। এরপর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হোটেলে পৌঁছে তারা।

পাকিস্তান পৌঁছে একদিন আইসোলেশনে থাকবে অস্ট্রেলিয়া দল। এরপর সোমবার থেকেই নেমে যাবে অনুশীলনে। পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে অস্ট্রেলিয়া।

এবারের সফরে তারা পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল।   একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। রঙ্গিন পোশাকের চারটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।