ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিজয়-মোসাদ্দেকদের জন্য জাতীয় দলের দরজা খোলা: রাজ্জাক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ১০, ২০২২
বিজয়-মোসাদ্দেকদের জন্য জাতীয় দলের দরজা খোলা: রাজ্জাক

ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছেন এনামুল হক বিজয়। ডিপিএল লিস্ট-এর মর্যাদা পাওয়ার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে করেছেন ১ হাজারের বেশি রান।

জাতীয় দলে ফেরানোর বার্তাটাও দিয়েছেন জোরেশোরে। এখনই না ফিরতে পারলেও তাদের জন্য যে দরজাটা খোলা, সেটাই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় দল। চট্টগ্রামে প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা। বিসিবি একাদশের হয়ে ম্যাচটিতে খেলছেন বিজয়, মিঠুনসহ জাতীয় দল থেকে ছিটকে পড়া বেশ কয়েকজন ক্রিকেটার।

মঙ্গলবার ম্যাচের প্রথম দিন অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে। নিজেদের প্রমাণের সুযোগ সেভাবে পাননি বিজয়-মোসাদ্দেকরা। তবে ম্যাচ দেখতে এসে তাঁদের সুখবরই দিয়ে গেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এই ম্যাচে সুযোগ পাওয়া সবার জন্য জাতীয় দলের দরজা খোলা, স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

বিজয় বলেছেন, ‘সুযোগ পাবে কি না সেটা বলব না। এখানে যারাই খেলছে সবার জন্যই এটা বড় সুযোগ। এখনও ম্যাচ যেহেতু শেষ হয়নি, নিজেদের দেখানোর সুযোগ আছে। এটা যে এই সিরিজে খেলার জন্য সেটা না, লম্বা সময়ের জন্য যদি চিন্তা করেন, ওরা এই পর্যায়ে কেমন করতে পারবে সেটা দেখা। ’

তবে জাতীয় দলের পথটা যে একটু জটিল, মনে করিয়ে দিয়েছেন রাজ্জাক, ‘বিজয় শেষ প্রিমিয়ার লিগে যে পারফর্ম করেছে, ও এই জায়গাটা ডিজার্ভ করে। এটা বলব না জাতীয় দলে, কারণ ওখানে খেলতে হলে অনেক হিসাব থাকে। কোন জায়গায় খেলবে, ওখানে কে খেলছে, এগুলো বিভিন্ন রকম হিসাব থাকে। ’

‘তারপরও ভালো খেললে যে কেউ পিছিয়ে থাকবে না, বিজয় কিন্তু তার মোটামুটি প্রমাণ। সে ভালো করেছে, আল্টিমেটলি ফিরেছে। ও কিন্তু প্রস্তুতি ম্যাচের জন্য যে এসেছে, এর মানে এটা না এখানেই খেলবে। এ দলে খেলবে, জাতীয় দলে সুযোগ আসলে সেখানে খেলবে। শুধু বিজয় না, যাদেরই নেওয়া হয়েছে সুযোগ আসলেই যেন জাতীয় দলে খেলতে পারে। ’

শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে প্রস্তুতি ম্যাচে খেলছেন মোসাদ্দেক। তাকে নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে রাজ্জাক বলেছেন, ‘মোসাদ্দেককে পরিকল্পনায় না রাখলে এখানে (প্রস্তুতি ম্যাচের দলে) রাখা হতো না। আমি এটাই বললাম, এখানে যাদের নেওয়া হয়েছে সবাই আমাদের পরিকল্পনার মধ্যে আছে। তারপরও কী হবে দেখা যে এই লেভেলে কী করতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।