সময়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা বাড়ছে টেস্ট ক্রিকেটে। ছোট ছোট বিষয়ও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেছেন, ‘আসলে আমাদের (বোলারদের) ব্যাটিংটাও দরকার। আমরা যখন ব্যাটিং করি, আমাদের সঙ্গে যদি কোনো ব্যাটসম্যান থাকে ওদের সাপোর্ট করতে পারি যদি তাহলে আমাদের দলের জন্য একটা ভালো জিনিস। বিশ্বের অন্য দেশের টেল-এন্ডার ব্যাটসম্যানরা ভালো করছে, সেই চেষ্টা আমরাও করছি যেন আমাদের ব্যাটসম্যানদের সাহায্য করতে পারি। ’
এক্ষেত্রে তাদের সাহায্য এগিয়ে আসছেন ব্যাটিংয়ের বিশেষজ্ঞ কোচরা। এ নিয়ে রাজা বলেছেন, ‘উনারা সবসময় আমাদের একটা প্রায়োরিটি দেয় যে আমরা টেল-এন্ডাররা যদি একটু ব্যাটসম্যানকে সাপোর্ট করতে পারতাম। তাহলে দল ও নিজের জন্য ভালো। ’
‘কীভাবে সার্ভাইভ করতে হয় এটা নিয়ে উনারা মানসিকভাবে আমাদের শক্ত করে, মোটিভেট করে। স্কিল নিয়ে অবশ্যই কাজ করে। শেষ নেটেও বেসিক নিয়ে কাজ করল, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করাচ্ছে। ’
তবে রাজার মূল কাজটা বোলিং। নতুন কোচ অ্যানাল ডোনাল্ডের অধীনে খুব বেশিদিন কাজ করেননি। এমনিতে নিজের উন্নতির জায়গাটা ঠিকই জানা রাজার। সিলেটের এই পেসারের গতি আছে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে যে বৈচিত্র্যটাও দরকার, মনে করিয়ে দিয়েছেন নিজেই।
তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আপনার বৈচিত্র্য থাকতে হবে। আমি যেমন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং করার চেষ্টা করছি। কোচদের সঙ্গে যেহেতু নতুন কাজ শুরু করেছি, দেখা যাক চেষ্টা করব এগুলো কীভাবে আয়ত্বে আনা যায়। ’
বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএইচবি