ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নারীদের আইপিএলে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান সালমা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১২, ২০২২
নারীদের আইপিএলে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান সালমা

আগের বার তার সঙ্গী ছিলেন জাহানারা আলম, এবার নেই তিনি। সালমা খাতুনের সঙ্গী এবার উদ্বোধনী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

সালমা অবশ্য জানেন, শুধু তিনি একাই যাচ্ছেন।

 

টানা দ্বিতীয়বার নারীদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সুযোগ পেয়েছেন। ফোনের ওপাড় থেকেও তার উচ্ছ্বাসটা বোঝা যাচ্ছিল স্পষ্ট। অনুভূতি জানতে চাইলে বাংলা নিউজকে এক বাক্যে বললেন, ‘ভালো লাগছে, ভালো লাগার মতোই একটা ব্যাপার। ’

 

চলতি বছর নিউজিল্যান্ডে হওয়া নারী বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছিলেন সালমা। ব্যাট হাতে ৯৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১০ উইকেট। এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান এই অলরাউন্ডার। ভালো খেলে দেশের নাম উজ্জ্বল করার ইচ্ছের কথাও জানিয়েছেন সালমা।

 

তিনি বলেছেন, ‘লক্ষ্য তো অবশ্যই বড় থাকবে। আমি বাংলাদেশের হয়ে যাচ্ছি, যেন দেশের নাম উজ্জ্বল করতে পারি। ভালো পারফরম্যান্স করতে চাই যেন নিজের দেশের নামটা উজ্জ্বল থাকে। ’

 

এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন শুধু জাহানারা আলম। দ্বিতীয় আসরে তার সঙ্গে যোগ দেন সালমা। তিনি ভালো খেললে যে দরজা খুলে যাবে অন্যদের জন্যও, জানেন সালমা নিজেও।

 

এই অলরাউন্ডার বলছিলেন, ‘জাহানারা প্রথমবার যাওয়ার পর পারফর্ম করছে, তারপর হয়তো আমি গিয়েছি, পারফর্ম করেছি। যেহেতু একা আমি এখনও জানি,  যদি পারফর্ম করতে পারি তাহলে অন্য মেয়েদের জন্যও এটা একটা বড় সুযোগ। ’

বাংলাদেশ সময়: ১৩০১৩ ঘণ্টা, মে ১২, ২০২২

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।