ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সঙ্গী মিস্টার হোয়াইট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ১২, ২০২২
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সঙ্গী মিস্টার হোয়াইট ছবি: শোয়েব মিথুন

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের পণ্য মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার।

এছাড়া পাওয়ার্ড বাই হিসেবে থাকবে ওয়ালটন।  

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে উন্মোচন করা হয় আসন্ন সিরিজের লোগো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও রফিকুল আমীন ও ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিএমও ফিরোজ আলম।

আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৩মে শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২২ ম্যাচ খেলে একটিতেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে ওই ম্যাচটিতে জয় পায় বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ১২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।