গত বছরের ফেব্রুয়ারিতে খেলেছেন সর্বশেষ ম্যাচ। চট্টগ্রাম টেস্টেও সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম।
এমন পারফরম্যান্সের পর কি একাদশে জায়গাটা পাকা হলো? মেহেদী হাসান মিরাজ ফিরলে কী হবে তার? সংবাদ সম্মেলনে ঢুকতেই নাঈম হাসানকে পড়তে হলো এমন প্রশ্নের মুখে। তিনি অবশ্য বেশ সাবলীল, বলছেন খেলবেন কি না দায়িত্বটা টিম ম্যানেজম্যান্টের।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনশেষে নাঈম বলেছেন, ‘আসলে ওটা তো টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। সুযোগ পেলে খেলাটা আমার দায়িত্ব। এখন যদি আমাকে খেলায় চেষ্টা থাকে শতভাগ এফোর্ট দেওয়ার, ভালো খেলার। টিম ম্যানেজম্যান্ট খেলাবে নাকি খেলাবে না এটা তো উনাদের সিদ্ধান্ত। ’
ইনজুরি নিয়ে অনেক দিন দলের বাইরে ছিলেন। ওই সময়টা কীভাবে কেটেছে নাঈমের? তিনি বলেছেন, ‘ইনজুরির সময়টা নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। তখন দলের সঙ্গেই ছিলাম আমি, খেলার সুযোগ হয়তো হয়নি। মিরাজ ভাই খুব ভালো খেলছিল, যেটা সত্যি কথা। ব্যাটিং, বোলিং ভালো করতেছিল, ওই জন্যই তো সুযোগ পাইনি। ইনজুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, অনুশীলন করে প্রস্তুতি নিয়ে রাখা, যেন যখন সুযোগ আসে তখন ভালো খেলতে পারি। ’
ম্যাচের নামার আগে ভাবনাটা কী ছিল নাঈমের? তার উত্তর, ‘আসলে আমার ওরকম কোনো কিছু চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল যখন মিরাজ ভাই ইনজুরিতে পড়ছে তখন খারাপ লাগছে। যখন খেলেছি, চিন্তা ছিল আমি শতভাগ এফোর্ট দেবো, দিনশেষে ফল যাই আসুক যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি। ’
এমএইচবি