ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নারীদের আইপিএলে একই দলে বাংলাদেশের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
নারীদের আইপিএলে একই দলে বাংলাদেশের দুই ক্রিকেটার

সালমা খাতুনের একাই যাওয়ার কথা ছিল নারীদের আইপিএল খ্যাত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। পরে উদ্বোধনী ব্যাটার শারমিন আক্তার সুপ্তাকেও চায় বিসিসিআই।

সালমার দল আগে থেকে নিশ্চিত হলেও এবার জানা গেল সুপ্তাও খেলবেন একই দলে।

ভারতীয় ব্যাটের স্মৃতি মান্দানার অধিনায়কত্বে ট্রেইলব্লেজারসের হয়ে খেলবেন এই দুজন। গত বছর সালমার সঙ্গী ছিলেন জাহানারা, তিনি খেলেছিলেন ভেলোসিটিতে। সালমা অবশ্য এবারও একই দলে আছেন।  

তিন দলে এবার ১২ জন বিদেশি ক্রিকেটার খেলেছেন উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। প্রত্যেক দলে আছেন চারজন। বাংলাদেশ থেকে দুজনের সঙ্গে প্রতিনিধি আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড থেকে।

চলতি মাসের ২৩ থেকে ২৮ তারিখ ভারতের পুনেতে হবে এবারের আসর। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন সালমা ও সুপ্তা।  

উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দল

ট্রেইলব্লেজারস

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), পুনম যাদব (সহ-অধিনায়ক), অরুন্ধতী রেডি, হেলি ম্যাথিউস, জেমিমা রদ্রিগেজ, প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং, রিচা ঘোষ, এস মেঘনা, সাইকা ইশাক, সালমা খাতুন, শারমিন আখতার, সোফিয়া ডাঙ্কলি, সুজাতা মল্লিক, এস বি পোখারকার

সুপারনোভাস

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (সহ-অধিনায়ক), অ্যালানা কিং*, আয়ুশী সোনি, ভি চান্দু, ডিয়ান্ড্রা ডটিন, হারলিন দেওল, মেঘনা সিং, মনিকা প্যাটেল, মুসকান মালিক, পুজা বস্ত্রকর, প্রিয়া পুনিয়া, রাশি কানোজিয়া, সোফি একলস্টোন, সুনে লুস, মানসি জোশি

ভেলোসিটি

দীপ্তি শর্মা (অধিনায়ক), স্নেহ রানা (সহ-অধিনায়ক), শাফালি বর্মা, আয়াবঙ্গা খাকা*, কে পি নাভগিরে, কেট ক্রস, কীর্তি জেমস, লরা ভলভার্ট, মায়া সোনাওয়ান, নাত্থাকান চান্থাম, রাধা যাদব, আর্তি কেদার, সিমরান বাহাদুর, যস্তিকা ভাটিয়া, প্রণবী চন্দ্র

সূচি
২৩ মে, ট্রেইলব্লেজারস-সুপারনোভাস
২৪ মে, সুপারনোভাস-ভেলোসিটি
২৬ মে, ভেলোসিটি-ট্রেইলব্লেজারস
২৮ মে, ফাইনাল

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।