ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওই আওয়াজটা ম্যাথিউসও শুনেননি, জিজ্ঞেস করেছিলেন লিটনকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১৬, ২০২২
ওই আওয়াজটা ম্যাথিউসও শুনেননি, জিজ্ঞেস করেছিলেন লিটনকে ছবি : উজ্জ্বল ধর

রিভিউ নেওয়া নিয়ে বাংলাদেশের ক্রিকেটে সমালোচনা অনেকদিনের। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুটি রিভিউ নিয়েও ব্যর্থ হয় বাংলাদেশ।

দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলা ম্যাথিউসের ব্যাটে লেগে ক্যাচ ধরলেও আবেদনও করেননি উইকেটরক্ষক লিটন দাস। এ নিয়েও শুরু হয় আলোচনা।  

তখন ১১৯ রানে ব্যাটিং করছিলেন ম্যাথিউস। পরে তিনি থেমেছেন ১৯৯ রানে, তাও শেষ উইকেট হিসেবে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা নাঈম হাসান জানান, ব্যাটে লাগার আওয়াজ শুনেননি তারা। একই কথা জানালেন ব্যাটার ম্যাথিউসও।

তিনি বলেছেন, ‘সত্যি কথা বললে সে সময় আমি নিশ্চিত ছিলাম না। আমিও অবাক হয়েছিলাম, একদমই শুনতে পাইনি। তাই আমি উল্টো লিটনকে জিজ্ঞেস করেছিলাম যে সে কিছু শুনেছে কি না। তবে স্বাভাবিকভাবেই আমি যেটা শুনিনি, সেটা লিটন কীভাবে শুনবে। এসব জিনিস হয় ক্রিকেটে। ’

‘আমি ভেবেছিলাম বাঁহাতি স্পিনার তাইজুলের বলে যেটি মিস করলাম, সেটি হয়তো ব্যাটে লেগেছিল। কিন্তু আসলে তা লাগেনি। তো এমন মুহূর্ত আসে যেখানে ব্যাটার হিসেবে আপনিও নিশ্চিত হতে পারেন না। ’

বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিয়ে তিনি বলেছেন, ‘তাদের সব বোলার ভালো করেছে, আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমাদেরকে কষ্ট করে রান নিতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফলও পেয়েছে। আমরা মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি এবং পথ থেকে ছিটকে যাই। আমার মনে হয় আমরা ৫০-৬০ রান কম করেছি। ’

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, মে ১৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।