ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দলের বাকিদেরও কৃতিত্ব দিচ্ছেন নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১৬, ২০২২
দলের বাকিদেরও কৃতিত্ব দিচ্ছেন নাঈম ছবি : উজ্জ্বল ধর

দেড় বছর পর দলে ফিরেছেন। প্রথম ইনিংসেই নিয়েছেন ছয় উইকেট।

প্রশংসার স্তুতিটা তাই নাঈম হাসানের জন্যই বরাদ্দ। বাকিদের সঙ্গে তার বোলিংয়ে পার্থক্যটা কী? দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি অবশ্য কৃতিত্ব দিলেন দলের বাকিদেরও।  

নাঈম বলেন, ‘পার্থক্য বলতে তাইজুল ভাইরাও তো খুব ভালো বল করছে, ওরা রান আটকে রেখেছে। তারপর সাকিব ভাইও ভালো বল করেছে, রান আটকে রেখেছে। গতকালকে কিন্তু আমি ওরকম ভালো বল করতে পারিনি যেটা সত্যি কথা। ’ 

‘মানে একটা জায়গায় রান আটকে রাখার মতো। উনারা রান আটকে রাখছে। গতকাল সাকিব ভাই, কোচ ও সৌরভ (মুমিনুল হক) ভাইদের সঙ্গে কথা বলেছি উইকেট কি ডিমান্ড করছে, ওই অনুযায়ী বল করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সাফল্য এসেছে। ’

ইনজুরি আর দল থেকে ছিটকে পড়ায় বেশ কঠিন সময়ই কাটাতে হয়েছে নাঈম হাসানকে। তিনি অবশ্য বলেছেন, ব্যস্ততাতেই কেটেছে সময়। এই বিরতির সময়ে দেশি কোচ সোহেল ইসলামের সঙ্গে বাংলা টাইগার্স ক্যাম্পে করেছেন নিজের উন্নতির চেষ্টা।

এই স্পিনার বলেছেন, ‘আসলে হেরাথ তো লাইন-লেন্থের ব্যাপারে বলেছিল, কীভাবে উন্নতি করা যায়। আমরা বাংলা টাইগার্স ক্যাম্পে ছিলাম- তখন সোহলে স্যার ছিল, উনার সঙ্গে কাজ করেছি, কী কী উন্নতি দরকার উনি বলছিল, উনার সঙ্গে কাজ করে সেটা উন্নতির চেষ্টা করেছি। এখানে আসার পর একই কথা। ম্যাচ নিয়ে কথা বলেছিল, কী করতে হবে কোন পরিস্থিতিতে। ’

বোলিংয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে নাঈম বলেছেন, ‘উইকেটটা খুব ভালো। ওখানে রান ছাড়া বল করার পরিকল্পনা ছিল ভালো জায়গায়। কিন্তু ওখানে যদি এক রান হয়ে যায় প্যানিক হওয়া যাবে না। সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমার, উনি বলেছিল। ’

বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, মে ১৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।