ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলা ছেড়ে প্যাভিলিয়নে আম্পায়ার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
খেলা ছেড়ে প্যাভিলিয়নে আম্পায়ার!

চট্টগ্রাম: মাঠে বদলি খেলোয়াড় নামার নজির দেখা গেলেও খুব একটা দেখা যায় না মাঠে আম্পায়ার বদলির ঘটনা। কিন্তু চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন দেখা গেল এমন ঘটনার।

 

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ ইনিংসের ১৩৯তম ওভারের সময় মাঠ ছাড়েন আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা রিচার্ড কেটেলবোরো। তবে তিনি কি কারণে মাঠ ছেড়েছেন তা জানা যায়নি।

চট্টগ্রাম টেস্টে দায়িত্ব পালন করছিলেন দুই আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো এবং বাংলাদেশের শরফৌদ্দৌল্লা ইবনে সৈকত।  

অনফিল্ড কেটেলবোরো মাঠ ছাড়ায় তার জায়গায় মাঠে নেমেছেন থার্ড আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

এর আগেও ২০১৭ সালের নভেম্বরে ভারত-শ্রীলঙ্কা টেস্টে আরও একবার রিপ্লেসড হয়েছিলেন এ আম্পায়ার। সেবারও টিভি আম্পায়ার জোয়েল উইলসন রিচার্ডের স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।