৩৪ বছর পুরনো এক মামলায় ভারতের সাবেক ক্রিকেটার তথা পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি নভোজিৎ সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বরের ঘটনা।
হাইকোর্টের রায়ে সিধুর তিন বছরের কারাদণ্ড হয়। কিন্তু পরের বছর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন সিধু। ২০১৮ সালের শুরুতে সেই মামলার রায় দেন সুপ্রিম কোর্ট। তাতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সেই রায় বাতিল করে সিধুর এক হাজার টাকা জরিমানা হয়। এরপর কংগ্রেসের প্রতীকে অমৃতসর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রীও হন সিধু। কিন্তু সে বছরই সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে গুরনামের পরিবার। সেই আবেদনের ভিত্তিতে এলো এবারের রায়।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সিধু টুইটারে লিখেছেন, 'আমি আদালতের কাছে আত্মসমর্পণ করব। '
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
এমএইচএম
Will submit to the majesty of law ….
— Navjot Singh Sidhu (@sherryontopp) May 19, 2022