ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ কি মিথ্যা বলেছে, প্রশ্ন পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ২১, ২০২২
মোস্তাফিজ কি মিথ্যা বলেছে, প্রশ্ন পাপনের

দেশের হয়ে মোস্তাফিজুর রহমান টেস্ট খেলেছেন প্রায় দেড় বছর আগে। এই ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি।

তবে সম্প্রতি তার টেস্ট খেলা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।  

বিশেষত দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে পড়ার পর ফিজকে খেলানোর প্রসঙ্গ আসে জোরেশোরে। কিন্তু মোস্তাফিজ ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, প্রয়োজন হলেই টেস্টেও খেলবেন মোস্তাফিজ।

শুক্রবার বিসিবি প্রধান বলেন, ‘সবাইকে আমরা ফরম্যাট বেছে জানানোর সুযোগ দিয়েছিলাম। এর মানে এই না যে ফরম্যাট বেছে নেবে ওখানে খেলানো হবেই। না-ও তো খেলাতে পারে। আবার কেউ খেলতে না চাইলে সেটাও মেনে নেবে এমন কোনো কথা নেই। ’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমার এটাও মনে আছে- মোস্তাফিজ গণমাধ্যমে বলেছে- যদি শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাই তাহলে আমি আইপিএলে যাব না। টেস্ট নিয়েই তখন কথা হচ্ছিল। ও কি মিথ্যা কথা বলেছে? ওর আব্বাও তো বলেছে দেখলাম। আপনারা কেন সন্দেহ প্রকাশ করে খামোখা একটা সন্দেহ ঢুকাচ্ছেন মনে?’

ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজের খেলা প্রসঙ্গে পাপন বলেছেন, ‘আমাদের দরকার হলে অবশ্যই খেলবে সে। এটা নিয়ে তো দ্বিধা থাকার কারণই নেই। আমরা নেব কি না সেটা ভিন্ন ইস্যু। এটা নিয়ে জটিলতা সৃষ্টির কিছু নেই। এক জায়গায় (আইপিএল) আছে। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে তো চলে আসবে। টেস্ট দলে নেওয়া হলে অবশ্যই সে খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ২১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।