ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের সঙ্গে যোগ দিতে দুবাই যাচ্ছেন রিশাদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
সাকিবদের সঙ্গে যোগ দিতে দুবাই যাচ্ছেন রিশাদ

এবারের এশিয়া কাপ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি বেশ জোরালো। দেশেই নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

যেখানে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। এবার দলের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যোগ দিচ্ছেন তিনি।

গতকাল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্য। ভিসা জটিলতায় এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ যেতে পারেননি। আজ (২৪ আগস্ট) দুপুর নাগাদও নিশ্চিত হওয়া যায়নি তাদের ভিসা জটিলতার সমাধান হয়েছে কি না। নির্বাচক প্যানেলসহ ক্রিকেট পরিচালনা বিভাগ, লজিস্টিক বিভাগে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই জানা গেল, আজ সন্ধ্যার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করবেন রিশাদ।

মূলত টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই তরুণ এই লেগ স্পিনারকে উড়িয়ে নেওয়া হচ্ছে। এশিয়া কাপের প্রথম পর্বে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুই দলে আছেন রাশিদ খান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। সুপার ফোরে উঠলে মোকাবেলা কর‍তে হবে ভারতের যুজবেন্দ্র চাহাল, পাকিস্তানের শাদাব খানের মতো লেগ স্পিনারদের। তাদের সামলানোর প্রস্তুতি সারতেই নেওয়া হচ্ছে রিশাদদের।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।