ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারতের পর জয়ে শুরু পাকিস্তানেরও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
বাংলাদেশ-ভারতের পর জয়ে শুরু পাকিস্তানেরও বাংলাদেশ-ভারতের পর জয়ে নারী এশিয়া কাপ শুরু করল পাকিস্তানও। ছবি : শোয়েব মিথুন।

পাকিস্তানের স্পিন বুঝেই উঠতে পারল না মালয়েশিয়ার মেয়েরা। অল্পতেই আটকে গেল তারা।

এরপর ওই লক্ষ্য তাড়া করতে কষ্ট করতে হলো না পাকিস্তানকে। বাংলাদেশ-ভারতের পর জয়ে নারী এশিয়া কাপ শুরু করল তারাও।

আজ রবিবার (২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়া নারী দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান নারী দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৫৭ রানের বেশি করতে পারেনি মালেশিয়ার মেয়েরা। ৯ ওভারেই এই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে মালয়েশিয়ার মেয়েরা। ২ বলে শূন্য রানে ফেরেন উইনিফ্রায়াড দুরাসিঙ্গাম। এরপর ৫ বলে ৩ রান করে ফেরেন মাস ইলাইসা। ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলার ধাক্কা সামলে উঠতে পারেনি মালয়েশিয়া।

অনেকটা একাই লড়াই করেন ইলশা হান্টার। ৫১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন উদ্বোধনী ব্যাটার ওয়ান জুলিয়া। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে দুই উইকেট নেন তুবা হাসান। ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পান উমাইমা সোহেলী।  

মালয়েশিয়াকে জবাব দিতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ৫ চারে ২৩ বলে ৩১ রান করে মাহিরা ইজ্জতী ইসমাইলের বলে বোল্ড হন সিদরা আমিন। তার ফেরার পর বাকি কাজটুকু করেন অধিনায়ক বিসমাহ মারুফ ও মুনিবা আলি। ৩ চারে ২৩ বলে ২১ রানে মুনিবা ও ৮ বলে ৮ রানে অপরাজিত ছিলেন বিসমাহ।

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।