ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

থাইল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও এগোলো শ্রীলঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
থাইল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও এগোলো শ্রীলঙ্কা ছবি: শোয়েব মিথুন

দারুণ শুরু পেল শ্রীলঙ্কা। তারা সংগ্রহটাও দাঁড় করাল বেশ বড়।

জবাব দিতে নেমে কখনোই সেভাবে পাল্লা দিতে পারল না থাইল্যান্ডের মেয়েরা। শেষ পর্যন্ত তাদের হারতে হলো বড় ব্যবধানে। টানা দুই জয়ে সেমিফাইনালের পথে আরও এগিয়ে গেল লঙ্কান মেয়েরা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে ৪৯ রানে জিতেছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। ৬৩ রানে এসে তারা হারায় প্রথম উইকেট ১ চারে ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরত যান অধিনায়ক চামিরা আতাপাত্তু। ৮ বলে ৪ রান করে ফেরত যান হাসিনি পেরেরাও।

অন্যদিকে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন উদ্বোধনী ব্যাটার হারশিতা সামারাবিক্রমা। ১০ চারে ৬৯ বলে ৮১ রান করে বুচাথামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এছাড়া ৩ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৯ রান করেন নীলাক্ষী ডি সিলভা। ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা।  

জবাব দিতে নেমে শুরু থেকেই রান তোলার গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩ চারে ৪২ বলে ৩৭ রান করেন চানিদা সুতিরুয়ায়। ৪ চারে ২১ বলে ২৫ রান করেন উদ্বোধনী ব্যাটার নান্নাপাত কুনচারোয়েনকি। লঙ্কানদের পক্ষে ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন আচিনি কুলাসুরিয়া।

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।