ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ম্যাচের উইকেট নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
পাকিস্তান ম্যাচের উইকেট নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বাংলাদেশের ফাইল ছবি

সিলেট থেকে: পাকিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরে নারী এশিয়া কাপে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গতকালকের ম্যাচের আগে রাতভর বৃষ্টি ছিল, উইকেটও ভেজা।

এর ওপর বাংলাদেশ হেরে যায় টসে। রীতিমতো ব্যাটিং বিপর্যয়েই পড়ে টাইগ্রেসরা।

৯ উইকেট হারিয়ে ৭০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ দল। পরে অবশ্য ৯ উইকেটের জয় পায় পাকিস্তান। এর কারণ হিসেবে নারী দলের হেড কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, সকালে উইকেট কঠিন ছিল। এসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগের কথাও জানিয়েছেন তিনি।

ইমন বলেছেন, ‘কালকে আমাদের ম্যানেজার আম্পায়ারস রিপোর্টে এটা নিয়ে রিপোর্ট দিয়েছে। উইকেট নিয়ে কথা হয়েছে। ’

কার কাছে অভিযোগ দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এসিসির টুর্নামেন্ট, আমরা তো অবশ্যই রিপোর্ট তাদের কাছেই দিয়েছি। আমি নারী ক্রিকেট নিয়ে যতদিন কাজ করেছি, এমন উইকেট দেখিনি। ’

নারী এশিয়া কাপের উইকেট নিয়ে ইমন বলেন, ‘বাংলাদেশের নিজের মাঠে খেলা, সেই সুবিধাটা নিতে চাই না। তবে আমাদের মেয়েদের ক্রিকেটের ভালোর জন্য স্পোর্টিং উইকেটের প্রয়োজন। জিম্বাবুয়ে থেকে শুরু করে যত জায়গায় দেখেছি, সব জায়গায় মেয়েদের ক্রিকেটে স্পোর্টিং উইকেট থাকে। ’

‘গতকাল আমরা যে উইকেটে খেলেছি, সিলেট যেহেতু আমার নিজের বাড়ি, আমি বলতে পারি, এখানকার লোকাল ক্রিকেটেও আমি এমন উইকেট দেখিনি। আমাদের সামনে এফটিপির খেলা আছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আছে। আমাদের প্রস্তুতি, মনোবলের ক্ষেত্রে আমাদের পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।