ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী এশিয়া কাপে সবার জন্য থাকছে স্মারক উপহার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
নারী এশিয়া কাপে সবার জন্য থাকছে স্মারক উপহার

সিলেট থেকে: সিলেটে নারী ক্রিকেটারদের মিলনমেলাই বসেছে। সাত দলের এশিয়া কাপ মাঠে গড়িয়েছে ১ অক্টোবর থেকে।

এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে স্মারক উপহারের ব্যবস্থা করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার ও সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য মোস্তফা ফরিদুল হাসান কোরেশি জানান, অংশ নেওয়া দলের ক্রিকেটার-কোচ কর্মকর্তাদের দেওয়া হবে এই উপহার।  

তিনি বলেছেন, ‘নারী ক্রিকেটারদের দেওয়া হবে পার্স। এসিসি ডেলিগেটদের একটি করে কলম, মানিব্যাগ ও চাবির রিং এবং এসিসি, বিসিবি ও আইসিসির অফিসিয়ালদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ ব্যাগ; সঙ্গে কলম, মানিব্যাগ ও চাবির রিং। ’

‘ইতোমধ্যে আমরা ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব জিনিস তৈরির অর্ডার দিয়েছি। সেখান থেকে কয়েকদিনের মধ্যে এগুলো পেয়ে যাবো। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এসব উপহার দেওয়া হবে। উপহারের গায়ে আমাদের সংস্থার নাম যাবে। ’

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।