ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিঞ্চ-ওয়েডের ব্যাটে অস্ট্রেলিয়ার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
ফিঞ্চ-ওয়েডের ব্যাটে অস্ট্রেলিয়ার স্বস্তির জয়

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডের ব্যাটে ভর করে স্বস্তির জয় পেয়েছে অস্ট্রেলিয়া।  

কুইন্সল্যান্ডে অজিরা জয় পেয়েছে ৩ উইকেটে।

উইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছে ১ বল হাতে রেখে।

ওপেনিং ছেড়ে চারে নামা অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন।

উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড অপরাজিত থাকেন ২৯ বলে ৩৯ রান করে। এছাড়া দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন গ্রিন ১৪ রান করে অবদান করেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট শিকার করেছেন শেলডন কটরেল ও আলজারি জোসেফ।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয় উইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্স সর্বোচ্চ ৩৯ রান করেন। ২৭ রান আসে ওডিন স্মিথের ব্যাট থেকে। ১৯ রান করেন রেমন্ড রেইফার।  

অজিদের পক্ষে জশ হ্যাজেলউড ৩৫ রানে ৩ উইকেট নেন। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের শিকার দুটি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।