ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জেসন রয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জেসন রয়

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ ব্যাটার জেসন রয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পরেছেন আগেই।

এবার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পরতে চলেছেন ইংলিশ তারকা ব্যাটার জেসন রয়। সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে এমন তথ্য।  

ইংল্যান্ডের জার্সিতে সবশেষ ৬ টি-টোয়েন্টিতে রয় করেছেন মাত্র ৭৬ রান। যার প্রভাব পড়েছে এই ওপেনারের কেন্দ্রীয় চুক্তিতে। অবশ্য ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি মনে করছেন জেসন রয় ইংল্যান্ডের হয়ে আগামী বছরের ২০২৩ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবেন।

এ নিয়ে রব বলেন, 'তার ফর্ম খুঁজে পাওয়া শুধু সময়ের ব্যাপার এবং আমি নিশ্চিত যে টি-টোয়েন্টি ক্রিকেটে সে অনেক সুযোগ পাবে যা তাকে ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে। '

রব আরো বলেন, 'আমার যুক্তি হবে ৫০ ওভারের ফরম্যাটটি তার জন্য সবচেয়ে মানানসই ফরম্যাট এবং আমরা এখনও তাকে আমাদের দলের অংশ হিসেবেই দেখি। কিন্তু গ্রীষ্মে তার সাদা বলের ক্রিকেট ও দ্য হান্ড্রেড দেখে আমাদের মনে হয়েছে তাকে পাকিস্তান থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া একটি জুয়া। '

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।