ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যাটট্রিক কন্যা বললেন, ‘মেয়েদের জন্য ক্রিকেট অনেক কঠিন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
হ্যাটট্রিক কন্যা বললেন, ‘মেয়েদের জন্য ক্রিকেট অনেক কঠিন’

সিলেট থেকে: অভিষেকের জন্য অপেক্ষা অনেকদিন ধরেই করছিলেন ফারিহা তৃষ্ণা। অনুশীলনে নিজেকে তৈরি করছিলেন মেলে ধরতে।

সুযোগ পেয়ে দারুণভাবে কাজেও লাগিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে অভিষেকেই হ্যাটট্রিক করা দ্বিতীয় নারী ক্রিকেটার বনে গেছেন।

নারী এশিয়া কাপের ম্যাচে বৃহস্পতিবার (৬ অক্টোবর) মালয়েশিয়া নারী দলের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। দলও পেয়েছে ৮৮ রানের বড় জয়। এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন ফারিহা তৃষ্ণা। পঞ্চগড়ের এই স্পিনার জানিয়েছেন, ক্রিকেটে তার শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন।

ফারিহা বলেছেন, ‘পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল। ’

নিজের অভিষেকের আগের দিনগুলো কতটা কঠিন ছিল জানতে চাইলে ফারিহা বলেছেন, ‘দলে ছিলাম। চেষ্টা ছিল যেদিনই খেলবো ভালো কিছু করবো। অভিষেক হবে জানতে পেরেছি আজকে সকালে। প্রতিটি অনুশীলনেই নিজেকে তৈরি করেছি যেদিন খেলবো, দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ’

হ্যাটট্রিক নিয়ে নিজের অনুভূতি জানিয়ে এই স্পিনার বলেন, ‘অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি। ’

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।