দীর্ঘদিন ধরেই অফ ফর্মে মুমিনুল হক। টেস্টে অধিনায়কত্ব হারানোর পর একাদশেও জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে তার।
শেষ ১০ ইনিংসের মধ্যে একবার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মুমিনুল। ক্রাইস্টচার্চে টেস্টে ৩৭ রানের ইনিংসের পর টানা ৯ ইনিংস মুমিনুল আউট হন সিঙ্গেল ডিজিটে; ৩ বার ফিরেছেন শূন্য রানে। নিজের প্রতি তার আস্থা ভারত সফরে ফিরিয়ে আনতে চান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেছেন, ‘এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখে থাকেন আমাদের টেস্ট দলকে রিফ্লেক্ট করছে। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলেছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে আস্থা ফিরে পাওয়া, এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ। ’
‘মুমিনুল যেন ছন্দে ফিরে আসে সঙ্গে এখানে যদি আরও কিছু ক্রিকেটার দেখেন তারা কিন্তু বেশি টেস্ট খেলেনি তাদের জন্য সফর আরও বেশি গুরুত্বপূর্ণ। সাইফ, সাদমান ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজেদের খেলাটা বোঝা যায়। আমি মনে করি সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে লাস্ট সিরিজের পর যেহেতু একটা গ্যাপ পড়েছে। ’
মুমিনুল ছাড়া এই সফরে আছেন টেস্ট দলের অন্যতম সদস্য তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। গত জুনের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর সাদা পোশাকে মাঠে নামেনি টাইগাররা। নিজেদের প্রস্তুত করতে এই সিরিজ হতে পারে ভালো মঞ্চ।
এ নিয়ে সুমন বলেছেন, ‘যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক টেস্টে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, ন্যাচারাল খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় লেকিংস আছে সেটাতে কাজ করতে পারে। ’
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচবি/এমএইচএম