ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ডোপিংয়ের দায়ে চার বছর নিষিদ্ধ ক্যাম্পবেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
ডোপিংয়ের দায়ে চার বছর নিষিদ্ধ ক্যাম্পবেল

ডোপ বিরোধী বিধি ভঙ্গের দায়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জন ক্যাম্পবেলকে চার বছর নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জেএডিসিও)-এর তিন সদস্য বিশিষ্ট একটি স্বাধীন প্যানেল এই সিদ্ধান্ত প্রদান করেছে।

জেএডিসিও জানিয়েছে, গত এপ্রিলে জের বাড়িতে রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান ক্যাম্পবেল। এজন্য নমুনা দিতে অস্বীকৃতি বা ব্যর্থতার ধারায় অভিযোগ আনা হয়েছে ২৯ বছর বয়সী এই ব্যাটারের বিরুদ্ধে। এরপর ১৮ পৃষ্ঠার রায়ে তাকে নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানায় জেএডিসিও। এই শাস্তি গত ১০ মে থেকে কার্যকর হয়েছে।  

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ৬ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল। গত জুনে বাংলাদেশের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে গত দুই বছর টেস্ট ছাড়া আর কোনো সংস্করণে খেলেননি তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।