ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব আছেন, টস হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
সাকিব আছেন, টস হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে।

এবার দ্বিতীয়টিতে লড়তে হবে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে।  

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হতে যাওয়া এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নামতে হবে বাংলাদেশকে। এই ম্যাচে নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন ইনিংস উদ্বোধনে নামা সাব্বির রহমান। তার জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত আর মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।