ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বড় জয়ে বাংলাদেশের সমীকরণ আরও কঠিন করল থাইল্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
বড় জয়ে বাংলাদেশের সমীকরণ আরও কঠিন করল থাইল্যান্ড ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: প্রথম দুই ম্যাচে হার। এরপর টানা তিন জয়।

নারী এশিয়া কাপে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্পই লিখেছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। রোববার তারা জিতেছে মালয়েশিয়ার বিপক্ষে। তাতে আরও কঠিন হয়েছে বাংলাদেশের সেমিফাইনালের পথ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়াকে ৫০ রানের ব্যবধানে হারিয়েছে থাই মেয়েরা। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৫ রানের সংগ্রহ পায় থাইল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬৫ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানের উদ্বোধনী জুটি পায় থাইল্যান্ড। নাথাকান চান্থাম সাজঘরে ফিরলে ভেঙে যায় এই জুটি। দলটির পক্ষে ৪৫ বলে সর্বোচ্চ ৪১ রান করেন নানাপাত কোনারোচি। এছাড়া অধিনায়ক নারাউমি চাওয়ী ৩৬ বলে ২৮ ও ২০ বলে ২৪ রান করেন চানিদা। মালয়েশিয়ার পক্ষে ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন উইনিফ্রেড।

জবাব দিতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। পাল্লা দিতে পারেনি রান তোলার গতির সঙ্গেও। ৩৫ বলে সর্বোচ্চ ১৭ রান করেন মাহিরাহ ইজ্জতি ঈসমাইল। থাইদের পক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন থিপাটচা পুথহাওং।

এ্ই জয়ের পর ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে থাইরা। ১ ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দুইয়ে। থাইরা কাল ভারতকে হারিয়ে দিলে ২ ম্যাচে জেতার বিকল্প নেই বাংলাদেশের। তারা হারলেও বাংলাদেশকে অন্তত একটি ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।