ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করলেন শ্রীরাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করলেন শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিতর্ক ছিল শুধু নাজমুল হোসেন শান্তকে নিয়ে। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।

দলের হারের দিনে ৪ চারে ২৯ বলে করেছেন ৩৩ রান।

তার এমন ইনিংস সমালোচনাই কুড়িয়েছে বেশি। যদিও দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে শান্তর প্রশংসা করেছেন। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ক্রাইস্টচার্চে অনুশীলন করেন টাইগাররা। এরপর শান্তর ইনিংসে ইতিবাচকতা খুঁজে পাওয়ার কথা জানান শ্রীরাম।

তিনি বলেছেন, ‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, সেটা খুবই উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে (আসলে ৩৩ রানে) আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে। ’

‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালি হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে। আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান। ’

পেস বোলারদের প্রশংসা করে শ্রীরাম বলেন, ‘পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক। ’

‘ফিজ (মুস্তাফিজ) দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। ইবাদত ও সাইফও তাদে সুযোগ পাবে। ’

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।