ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবর-রিজওয়ানের ক্লাসে ছাত্র লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বাবর-রিজওয়ানের ক্লাসে ছাত্র লিটন

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে একটিও ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। শেষ ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে।

এই ম্যাচের পর দেখা গেছে অদ্ভুত সুন্দর এক দৃশ্য। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস মন দিয়ে শুনেছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথোপকথনের ভিডিও পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। উর্দুতে যেখানে লিটনের জন্য নানা পরামর্শ দিয়েছেন বাবর ও রিজওয়ান। তাদের কথায় জোর ছিল বাইরের কথায় কান না দেওয়ার।

ভিডিওর শুরুতে বাবরকে বলতে শোনা যায়, ‘যত কম শুনবেন আত্মবিশ্বাস ততটাই স্থির থাকবে। না চাইতেও আপনার মাঝে দ্বিধা চলে আসেই, আপনি ভালো করতে থাকলেও। কেউ একজন কোন কথা বলে দিল, সেটা শুনলে সমস্যা। ’

এরপর রিজওয়ান বলেন, ‘রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হবে তাতে। খেলায় ০ হবে, ১০ হবে, সেঞ্চুরি হবে। ড্রেসিরুমে যদি নিজেকে ভিন্ন বানাতে পারো তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে অনেকে এমন হবে যারা সাকিবের মত মানসিকভাবে শক্ত। ’

এই কথাটুকুর পর রিজওয়ানের কাছে প্রশ্ন ছিল লিটন দাসেরও। রান করার সময় এমনিতেই মাথা স্থির থাকে; কিন্তু যখন রান করেন না তখন? এমন প্রশ্ন যায় রিজওয়ানের কাছ থেকে।

উত্তরে রিজওয়ান বলেন, ‘মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেল। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারব, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারব না। যে বড় প্লেয়ার হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে। ’

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।