ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কিস্তিতে কেনা ট্রাক আগুনে পুড়ে ছাই, নিঃস্ব মালিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
কিস্তিতে কেনা ট্রাক আগুনে পুড়ে ছাই, নিঃস্ব মালিক

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় একটি সিমেন্টবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩২ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি ওই ট্রাক মালিকের।

কিস্তিতে কেনা ওই ট্রাক পুড়ে যাওয়ায় মালিক রাসেল এখন নিঃস্ব।  

সোমবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার পদুয়া এলাকায় ট্রাক পার্কিংয়ে রেখে চালক ঘুমাতে গেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ট্রাকমালিক রাসেল বাংলানিউজকে বলেন, ট্রাকে সিমেন্ট ছিল। রাত হওয়ায় গাড়ি পার্কিংয়ে রেখে চালক ঘুমাতে যায়। এমন সময় হঠাৎ আগুন লেগে যায়। এতে ট্রাকটি পণ্যসহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ট্রাকটি রানা মোটরস থেকে কিস্তিতে ক্রয় করেছিলাম। আগুনে প্রায় ৩২ লাখ টাকা ক্ষতি হয়েছে। ট্রাকটি ভাড়া থেকে যা ইনকাম হয় সেটা থেকে পরিবার এবং কিস্তি দিতাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।