ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওবিই প্র্যাকটিস বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওবিই প্র্যাকটিস বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ‘ওবিই প্র্যাকটিস ইন টিচিং লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।  

রোববার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের (আইকিউসি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

আইকিউএসির পরিচালক মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্ত্বে ওয়ার্কশপের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব ।  

আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দীন, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান উদ্দীন চৌধুরী, আইকিইএসির অতিরিক্ত পরিচালক মোঃ জাহেদ বিন রহিম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার  ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার জন্য কারিকুলাম যুগোপযোগী করা আবশ্যক। এই ওয়ার্কশপে অংশগ্রহণের গ্রহণের মাধ্যমে শিক্ষকগণ ওবিই অনুসরণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবেন যা মানসম্পন্ন শিক্ষা প্রদানে সহায়ক হবে ।  

পরবর্তীতে আইকিউএসি এর পরিচালক মো. খালেদ বিন চৌধুরী, অতিরিক্ত পরিচালক মো. জাহেদ বিন রহিম, অতিরিক্ত পরিচালক মো. আব্দুল হান্নান প্রেজেন্টেশন প্রদান করেন।

এ ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,ফার্মেসী, আইন, ইংরেজী এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন ।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।