ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, জরিমানা ২৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, জরিমানা ২৫ হাজার ...

চট্টগ্রাম: নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বুধবার (১৮ জানুয়ারি) চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বাদুরতলা ও চকবাজার সড়কে উভয় পাশে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

 

বুধবার সাগরিকা পিসি রোডের মোড় থেকে হালিশহর আই ব্লকের রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে উঠা কাঁচাবাজারসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এই সময় চলাচলের রাস্তা, ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা করায় ৯ প্রতিষ্ঠানের মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।