ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওজনে কম দেওয়ায় গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
ওজনে কম দেওয়ায় গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: হাটহাজারীতে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে হাটহাজারী পৌরসভার বড়বাজারে মাংসের দোকান ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য এবং বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বাংলানিউজকে বলেন, পৌরসভার আনোয়ার সওদাগরের মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মাছের দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের অন্যান্য দোকানদার ও বাজার সমিতির সদস্যদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।