ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জমিয়তুল ফালাহ মসজিদে ক্বিরাত সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
জমিয়তুল ফালাহ মসজিদে ক্বিরাত সম্মেলন শনিবার ...

চট্টগ্রাম: নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ২২তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার (২১ জানুয়ারি)। ক্বিরাত পরিবেশন করবেন মিশর, তুরস্ক, ইরান, ফিলিপাইন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্বারীরা।

বিকাল তিনটা থেকে শুরু হয়ে ক্বিরাত সম্মেলন চলবে রাত পর্যন্ত।  

পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ইক্রা-এর উদ্যোগে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এ সম্মেলনের আয়োজন করছে।

এরই মধ্যে ক্বিরাত সম্মেলনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন সফল করতে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ সহযোগিতা করছে।  

নগরীর জিইসি মোড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শাহদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।  

তিনি বলেন, বিশ্বের নামকরা ক্বারীরা আমাদের দেশে আসছেন। তাঁদের সুমধুর কণ্ঠে কোরান তেলাওয়াত শুনতে পারা ভাগ্যের ব্যাপার। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ দীর্ঘদিন ধরে নিয়মিত ক্বিরাত সম্মেলনের আয়োজন করে আসছে। এই সম্মেলনের মাধ্যমে আমাদের সন্তানেরা ক্বারী হতে উদ্বুদ্ধ হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রকাশনা সম্পাদক ড. মোহাম্মদ জাফর উল্লাহ। বক্তব্যে তিনি বলেন, মিশরের ক্বারী শায়খ মাহমুদ কামাল নাজ্জার ও ইরানের ক্বারী আহমদ আবুল কাসেমীর পাশাপাশি পাকিস্তানের ক্বারী শায়খ আনোয়ারুল হাসান বুখারী ও বাংলাদেশের বিশ্ববরেণ্য ক্বারী শায়খ আহমদ ইউসুফ আজহারীসহ দেশের অনেক খ্যাতিমান ক্বারীরা ক্বিরাত পরিবেশন করবেন। পীর ফকির, আউলিয়া কেরামের চারণভূমি চট্টগ্রাম দ্বীনধর্মের কাজে দেশের অন্যান্য অঞ্চল থেকে এগিয়ে আছে বহুক্ষেত্রে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। আহলে বায়তের স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলও এখানে হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিএইচপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন সোহেল। তিনি বলেন, বিশ্ববরেণ্য ক্বারীদের তেলাওয়াত শুনে অতীতের মতো সবাই মুগ্ধ হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, খুরশিদুর রহমান, সিরাজুল মোস্তফা, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, আব্দুল হাই মাসুম, মোহাম্মদ দিলশাদ আহমদ, মনসুর শিকদার, শাহজাদা সফিউল আলম, এসএম শফি, হাফেজ সালামত উল্লাহ, খুরশিদ আলী চৌধুরী, নাজীব আশরাফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।