ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে যুবক খুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
কর্ণফুলীতে যুবক খুন  ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই যুবকের নাম মোহাম্মদ কায়েস (৩৩)।

তিনি পটিয়ার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৈয়গ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবাসিক এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে খুন করে মরদেহটি ফেলে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।