ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বুয়েট পরিবারের মিলনমেলা শুক্রবার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
চট্টগ্রামে বুয়েট পরিবারের মিলনমেলা শুক্রবার  চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা

চট্টগ্রাম: করোনা মহামারীতে থমকে যাওয়া জীবনে দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে বুয়েটিয়ান পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে ২৭ জানুয়ারি (শুক্রবার)।  

বুয়েট ক্লাব চট্টগ্রামের উদ্যোগে শুক্রবার বিকেল ৩টা থেকে লালখানবাজার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুয়েটিয়ানদের বহু প্রতীক্ষিত এ মিলনমেলা।

এই প্রোগ্রামে স্মৃতিচারণের পাশাপাশি থাকবে শিশুদের জন্য পাখি প্রদর্শনী, বেলুন শুটিংসহ রোমাঞ্চকর নানা আয়োজন।  

এছাড়া বুয়েট পরিবার, শিশু কিশোরদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।  

এই উপলক্ষে রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।  

প্রকৌশলী ইফতেখার হোসেন (৯৭ ব্যাচ) এর সভাপতিত্বে এই আলোচনা সভায় অংশ নেন প্রকৌ. আলী আহমেদ (৬৯ ব্যাচ), প্রকৌ. আব্দুস সাত্তার (৭০ ব্যাচ), প্রকৌ. সলিমুল্লাহ খান (৮২ ব্যাচ), প্রকৌ. এম এ রশিদ (৮৪ ব্যাচ), প্রকৌশলী অনুপম দত্ত (৯২ ব্যাচ), প্ল্যানার মোহাম্মদ নুরুল হাসান উল্লাস (৯৬ ব্যাচ), প্রকৌ. আদনান (৯৯ ব্যাচ) আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা।

বুয়েট ক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে সকল বুয়েটিয়ানদের এই মিলনমেলায় অংশ নিতে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।