চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলমের পিতা খাদেমূল আউলিয়া আবদুল হাকিম মাইজভাণ্ডারীর (র.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বস্ত্র, খাদ্য ও অর্থ বিতরণ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) বাদে জুমা এইচএম ভবন মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনজুর আলম।
অনুষ্ঠানে বাগদাদ শরীফ ইরাক থেকে আগত আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুল কাদের আফিফ আবদুল কাদের আল জিলানী ও আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুর রহমান আফিফ আবদুল কাদের আল জিলানী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, বাবুল হক, আবদুল হাকিম মাইজভান্ডারীর আওলাদ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা কমিটির পরিচালকদের মধ্যে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মো. সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, মাওলানা সৈয়দ ইউনুছ রজভী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক মেয়র এম. মনজুর আলম বাগদাদ থেকে আগত মেহমানদের অবগতির জন্য তাদের সেবার ধরনসমূহ তুলে ধরেন।
অনুষ্ঠানে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বস্ত্র, অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসি/টিসি